ফকির ভোলাই সাঁই

আলোকচিত্র

জন্ম অজ্ঞ্যাত
মৃত্যু ৯ অগ্রায়হন ১৩৩৯
সঙ্গী প্যরি নেসা ফকিরানি
গুরু ফকির লালন সাঁই
শিষ্য ফকির কোকিল সাঁই  
ফকির ইসমাইল সাঁই  

ফকির ভোলাই সাঁই এর জন্ম ১২৪৭ বঙ্গাব্দ, ইং ১৮৪০ খ্রিষ্টাব্দে কুষ্টিয়া জেলা ও থানাধিন উদিবাড়ি মজমপুর গ্রামে। তার পিতার নাম ফকির ভাদু সাঁই এবং মাতার নাম অজ্ঞ্যাত উভয়েই ফকির লালন সাঁই এর দিক্ষিত শিস্য ভক্ত ছিলেন। ৫/৬ বৎসর বয়েসে মাতৃহারা ভোলাই সাঁই এর পিতা তাঁকে ফকির লালন সাঁই এর আখড়াতে নিয়ে আসে ও প্রতিপালন এর জন্য শাইজিকে দান করেন। । ফকির ভোলাই সাঁই ছোট ফকির হিসাবে পরিচত ছিলেন। ভোলাই ছিলেন ফকির লালন সাঁই এর সর্ব কনিষ্ঠ শিস্য। তিনি ৯ই অগ্রায়হন ১৩৪৮ সন, ইং২৫ নভেম্বর ১৯৪২ খ্রিষ্টাব্দে দেহত্যাগ করেন এবং তাঁকে ছেউড়িয়া আখড়াতে সমাহিত করা হয়। - “ লালন সঙ্গীত তৃতীয় খণ্ড- ফকির আনোয়ার হোসেন( মণ্টূ শাহ্)”