ভুমিকা

জয়গুরু।

মহাত্মা ফকির লালন সাঁই মানবজাতির আত্মিক উন্নতি সাধনের যে বাণী বাংলা ভাষায় রচনা করেছিলেন উনবিংশ শতাব্দিতে, সেই বাণী বাংলার সকল মানুষের মুখে মুখে, অন্তরে। এপার ওপার দুই বাংলার গণ্ডি ছাড়িয়ে অজর সেই বাণী বিশ্বের বিভিন্ন দেশের মানুষের কাছে পৌঁছে গিয়েছে। বাংলা ভাষাভাষী সকল শিল্পী সাঁইজির গান পরিবেশন করছে বিভিন্ন অনুষ্ঠানে, মঞ্চে, রেডিও-টেলিভিশনে। সাঁইজির বাণী ও ভাবার্থ নিয়ে গবেষণা ও পুস্তক রচনা করছেন দেশি বিদেশি গবেষক।

১৮৯০ সালের ৩১ অক্টোবর কুষ্টিয়া থেকে প্রকাশিত পাক্ষিক “হিতকরী” পত্রিকাতে প্রথম ফকির লালন সাঁইজির দেহ অবসানের খবর ছাপা হয়, সেখানে এই লাইনটি থেকে জানা যায় “শুনিতে পাই ইহার শিষ্য দশ হাজারের উপর”।  সেই শিষ্যদের প্রশিষ্যরা আজও  সাঁইজির বাণী প্রচার করার জন্য শিষ্য/ভক্ত তৈরি করে যাচ্ছেন, আয়োজন করছেন সাধুসেবা ও সাধুসঙ্গ। এখনও এই সব সাধুসঙ্গে সারারাতব্যপি সাঁইজির বাণী প্রচার করা হয়, যেখানে হাজার হাজার সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ করা যায়।  

২০০৮ সালে ইউনেস্কো বাউল গান কে Intangible Cultural Heritage of Humanity হিসাবে স্বীকৃতি দিয়েছে।

কুষ্টিয়া, ছেউড়িয়ায় সাঁইজির আখড়াতে প্রতি বৎসর লালন একাডেমি আয়োজিত ১লা কার্ত্তিক ও দোল পূর্ণিমা অনু্ষ্ঠানে লক্ষ লক্ষ মানুষের আগমন একটা জাতীয় উৎসবে রূপ নিয়েছে।

সময়ের সাথে সাঁইজির অনুসারী ভক্তের সংখ্যাও আনুপাতিক হারে বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশে ও পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে তাঁরা তাঁদের সাধনায় রত রয়েছে। আমরা বাংলাদেশের কুষ্টিয়া, পাবনা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজবাড়ি, ফরিদপুর ও পশ্চিমবঙ্গের নদীয়া জেলার প্রত্যন্ত গ্রামে  হাজারেরও বেশি সাধু ফকিরের আখড়াবাড়িতে গিয়ে তথ্যউপাত্ত সংগ্রহ করেছি। বাংলার ফকির সমাজ এর সার্বিক সহায়তায় আমাদের এই গবেষণা পরিচালিত হয়েছে। গবেষণার একটি সংস্করণ আপনাদের কাছে উপস্থাপন করছি মাত্র। সংগ্রহীত তথ্য থেকে প্রাথমিক ভাবে শুধুমাত্র খিলকা প্রাপ্ত ফকিরদের তথ্য প্রকাশ করছি। যদি কোন অসঙ্গতি বিজ্ঞজনের চোখে পড়ে থাকে, আমাদেরকে অবহিত করলে বাধিত হব।

মহাত্মা ফকির লালন শাঁই এর শিষ্য পরম্পরা নির্ণয়, তাঁদের তথ্য সংগ্রহ ও তাঁদের বর্তমান প্রেক্ষাপট  সবার কাছে উপস্থাপন করার একটি ক্ষুদ্র প্রয়াস ‘’লালন পরম্পরা’’।

আমাদের এই গবেষণা একটি চলমান প্রক্রিয়া, তাই বর্তমান ওয়েবসাইটটি প্রাথমিক সংস্করণ। পরিবর্তন পরিবর্ধন পরিমার্জন কল্পে লালন আনুরাগি সকল ভক্তবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করছি।

 

কেন

পরিবর্তনই নিত্য । এই ধ্রুব সত্য অনুভব করে আমারা দীর্ঘ ৩০ বছর ধরে ফকির লালন সাঁই এর শিষ্য পরম্পরা সাধু ফকিরদের নিয়ে গবেষণা করছি। এই দীর্ঘ পথচলায় আমারা সঙ্গ নিয়েছি বাংলার অনেক বিখ্যাত সাধকদের। যাদের বেশিরভাগই এখন আর ইহলোকে নাই। এইসকল মহৎ সাধকেরা পরম্পরা অনুযায়ী ফকির লালন সাঁই এর বানী ও জিবনাচারন এর নিভৃত প্রচার করে গেছেন জীবনের শেশদিন পর্যন্ত। দুর্ভাগ্য জনক ভাবে হলেও এইসকল সাধু ফকিরদের কোন তথ্য সঠিক ভাবে একজায়গায় পাওয়া যায় না। তাই লালন পরম্পরা সকল সাধু ফকিরদের তথ্য সম্মিলত একটি তথ্য ভাণ্ডার এর প্রস্তুতের উদ্যোগ নিয়েছে।

কি থাকছে তথ্য ভাণ্ডার এ

  • মহাত্মা ফকির লালন শাঁইজির শিষ্য পরম্পরা তথ্যশালা
  • পরম্পরাধীন সকল গুরুত্বপূর্ণ শিষ্যর একটি অডিও ভিজ্যুয়াল উপস্থাপনা, গান , সাক্ষাৎকার সংরক্ষণ।
  • সাঁইজির সকল ভক্তদের একটি তথ্য ভাণ্ডার তৈরি করে শিষ্যদের অভ্যন্তরীণ যোগাযোগ শক্তিশালী করা।
  • সাঁইজির অনুসারী শিষ্য ভক্তদের জন্য সেবামূলক প্রকল্প সৃষ্টি করা।
  • সাঁইজির বাণী বিভিন্ন ভাষায় ভাষান্তর করার নিমিত্তে দেশি বিদেশি গবেষকদের সম্বনয়ে যথাযথ গবেষণা করা।
  • নতুন প্রজন্মের লালন গবেষক ও ভক্তদের সাথে সাঁইজির পরম্পরা শিষ্যদের যোগাযোগ সৃষ্টি করা।
  • একটি আখড়া বাড়ি তৈরি করে লালন পরম্পরা সরক্ষনাগার স্থাপন করা, যেখানে গবেষকরা সাধু ফকিরদের সাথে থেকে গবেষণাকর্ম পরিচালনা করতে পারবে । এছাড়া এখান থেকে সাধু ফকিরদের সেবামূলক সহযোগিতা পরিচালিত হবে।  

  

কারা

আমরা লালন অনুরাগী।

ফকির লালন শাঁইজির অনুসারীদের সাথে আমাদের যোগাযোগ তিন যুগেরও বেশি সময়। এ দীর্ঘ সময়ে বিভিন্ন সাধুসেবা ও সাধুসঙ্গতে আমন্ত্রিত হয়ে ও আখড়া বাড়িতে থেকে সাধু পরিবারের একজন সদস্য/স্বজন হিসাবে তাঁদের সুখে দুঃখে আমাদের পরিক্রমা।

এই সময়ে অনেক বিদগ্ধ সাধু ফকির ইহজগৎ ছেড়ে চলে গেছেন যাদের সান্নিধ্য আমাদের জ্ঞান মার্গকে সমৃদ্ধ করেছে। আমাদের এই পথচলার মাঝে প্রত্যক্ষ ভাবে অনুভব করেছি বাংলার এই সুনির্দিষ্ট আদি সাংস্কৃতির পরিবর্ধন,পরিবর্তন, বিবর্তন। আরও অনুভব করেছি বর্তমানের এই বৈশ্বিক বাণিজ্যিক সাংস্কৃতি হতে সাধু ফকিরদের নিজে থেকেই বিচ্ছিন্ন হয়ে যাওয়া । এই দীর্ঘ সময় চিনতে পেরেছি অনেক গুনি সাধকদের, অচিন শিল্পীদের। বিভিন্ন শিল্পী সাধকদের কথা ও গান বিভিন্ন সময়ে আমরা ধারণ করেছি এবং করছি, শব্দ ও ছবিতে।

এই অভিজ্ঞতা থেকে আমরা সচেষ্ট হয়েছি বাংলায় উদ্ভূত  মানব কল্যানের এই দর্শন যারা চর্চা করেন তাদের জন্য নিয়োজিত একটি ওয়েব প্ল্যাটফর্ম সৃষ্টির। সেজন্যই  “পরম্পরা” – একটি সাধু ফকির গবেষণা ও সেবামুলক প্রতিষ্ঠান এর যাত্রা।    

 

 

জয়ন্ত হাওলাদার - তথ্য সংগ্রহ , গবেষণা ও গ্রন্থনা

রেজা ফকির - তথ্য সংগ্রহ ও গবেষণা

শাহা পরান - তথ্য সংগ্রহ সহকারী

নাসিফুল ওয়ালিদ- টেক্সট সম্পাদনা

সাদিক আহম্মেদ – লোগো ও ওয়েবসাইট ডিজাইন

সফটওয়ার লাইট হাউস- ওয়েব নির্মাণ

আব্দুল্লাহ আল মামুন – কারিগরি উপদেষ্টা

এ. এম. জিয়াউদ্দিন খান -  ফিলান্ত্রপিস্ট

 

 

 

 

স্মরণ করিঃ  

  • ফকির করিম সাঁই
  • ফকির কুদ্দুস সাঁই
  • ফকির হিরু সাঁই
  • দরবেশ আব্দুর রব (লাবান) সাঁই
  • দরবেশ দৌলৎ সাঁই
  • ফকির ছাত্তার সাঁই
  • ফকির হুমায়ুন সাঁই
  • আব্দুর রব ফকির
  • রমাজান আলি
  • আলাউদ্দিন ফকির
  • মওলা পাগল
  • ফকির বদু মেম্বার
  • ফকির খেদআলি সাঁই
  • মদন ঢুলী
  • সালামত ফকির
  •  ফকির আজিম সাঁই
  • ফকির আব্দুর সত্তার সাঁই

 

 

কৃতজ্ঞতা গ্যাপনঃ 

  • ইয়াসমিন কবির
  • মোরশেদ আলি খান
  • দরবেশ দৌলৎ শাইজির সকল ভক্তবৃন্দ
  • আলি ফকির, ফতেপুর, মেহেরপুর
  • অবহেলিত আদি কৃষি, ছেউড়িয়া, কুষ্টিয়া
  • ফকির আলিহিম সাঁই এর ভক্তবৃন্দ, পশ্চিমবঙ্গ, ভারত
  • রঞ্জন রাব্বানি