বাংলার সাধু ফকিরদের তথ্য সংগ্রহ ,গবেষণা, সংরক্ষণ ও সেবামুলক প্রকল্প। মহাত্মা ফকির লালন শাঁই এর শিষ্য পরম্পরা নির্ণয়, তাঁদের সম্পর্কে তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও তাঁদের বর্তমান প্রেক্ষাপট সবার কাছে উপস্থাপন করা ও সাধু ফকিরদের প্রয়জনে সেবা প্রদান করার একটি ক্ষুদ্র প্রয়াস ‘’লালন পরম্পরা’’।