ফকির শিতল সাঁই

আলোকচিত্র

জন্ম অজ্ঞ্যাত
মৃত্যু অজ্ঞ্যাত
গুরু ফকির লালন সাঁই
শিষ্য ফকির রমজানআলি সাঁই  
ফকির ইজ্জত আলি সাঁই  

ফকির শীতল সাঁই ছিলেন ফকির লালন সাঁই এর পালিত পুত্র। তাই সবাই তাকে বড় ফকির হিসাবে সম্বধন করতেন। লালন সঙ্গীত তৃতীয় খণ্ড- ফকির আনোয়ার হোসেন( মণ্টূ শাহ্ এর বই থেকে জানা যায় শীতল সাঁই এর জন্ম বাংলা ১২৪০ সন ও ইং ১৮৩৩ খ্রিষ্টাব্দে কুষ্টিয়া জেলার খোকসা থানার কমলাপুর গ্রামে। লালন সাইজি সাঁই এর একজন ভক্ত খোকসা, কমলাপুর নিবাসী ফকির রহিম সাঁই ও তার স্ত্রি এক নাবালক পুত্র সন্তান রেখে কলেরায় মারা গিয়েছে। লালন সাইজি ভক্ত মারফত এই খবর শুনে সেই নাবালক সন্তানকে নিজের আখড়ায় নিয়ে আসে ও পুত্র স্নেহে লালন পালন করেন এবং শিস্যত্ত প্রদান করেন। ফকির লালন সাঁই এর দেহবসান এর পর ছেউড়িয়া আখড়া দেখাভাল করেন ফকির শিতল সাঁই। তিনি বাংলা ১৩৩২ সন ইং ১৯২৫ ষ্টাব্দে দেহত্যাগ করেন। ফকির শিতল সাঁই এর সমাধি ছেউড়িয়া সাঁই জির আখড়ায়।


তথ্যসূত্ৰ

songrihito