মওলানা মলম সাঁই

আলোকচিত্র


ফকির দের ভিতর প্রচলিত ইতিহাস থেকে জানা যায় ফকির মলম সাঁই এবং তার স্ত্রী মতিজান ফকিরানি ছিলেন ফকির লালন সাঁই এর পালক পিতা-মাতা ও প্রথম বায়াত নেয়া ভক্ত। প্রচলিত ইতিহাস এমন- লালন ফকিরকে মলম সাঁই এর স্ত্রী মা মতিজান ফকিরানি পক্স আক্রান্ত অসুস্থ অবস্থায় কালিগঙ্গা নদিতে ঘাটের পাসে দেখতে পায় এবং তার স্বামী মলম সাঁই এর সহায়তায় নিজেদের বাড়িতে এনে সেবা সশ্রুসা করে সুস্থ করে তোলে। পরবর্তীতে এই নিঃসন্তান দম্পতি লালন ফকির কে নিজ সন্তান তুল্য হিসাবে তাদের বাড়িতে আশ্রয় দেয়। এক সময় লালন ফকির এর আধ্যাত্মিকতা প্রকাশ পেতে থাকে ও এই দম্পতি লালন ফকির কে গুরু হিসাবে গ্রহন করেন। বর্তমানে ছেউড়িয়া ফকির লালন সাঁই এর সমাধি স্থল ও আখড়া ফকির মলম সাঁই দম্পতির যা লালন সাঁই কে দান করে জান। ফকির মলম সাঁই দেহত্যাগ করেন বাংলা ১২৬৬ সালে বা ইং ১৮৬০ খ্রিষ্টাব্দে ।মতিজান ফকিরানি দেহত্যাগ করেন বাংলা ৪ অগ্রায়হন ১২৯৭ সন, ইং ২০ নভেম্বার ১৮৯০ খ্রিষ্টাব্দে। ছেউড়িয়া আখড়ায় ফকির লালন সাঁই এর সমাধিস্থলের পাসেই মতিজান ফকিরানির সমাধি। ফকির মলম সাঁই এর সমাধি আখড়া বাড়িতেই।