সাধু সেবা

ভারতীয় উপমহাদেশে সাধু সেবার প্রচলন প্রাচিন কাল থেকেই । হিন্দু, বৌদ্ধ , জৈন, বৈষ্ণব , বাউল, ফকির সহ ভারতীয় সকল বিশ্বাসীরাই সাধু সেবা পালন করে থাকে। সাভাবিক ভাবে সাধু সেবা কথার অর্থ সাধু-সন্ত-গুরু- গোসাই- ফকির-দরবেশ কে সেবা প্রদান করা। ফকির লালন সাঁই প্রতি বৎসর দোল পূর্ণিমাতে সাধু সেবার আয়োজন করতেন ছেউড়িয়া আখড়াতে। পরবর্তীতে সাঁই জির তিরোধানের পর তার শিস্য ভক্তরা প্রতি বৎসর তার তরধান দিবস  ১লা কার্ত্তিক এ ছেউড়িয়া আখড়াতে সাধু সেবা আয়োজন করে থাকে দোল পূর্ণিমার পাশাপাশি।

ফকির লালন সাঁই জির ধারা অনুযায়ী প্রতিটি ফকির কে বৎসরে একবার সাধু সেবার আয়জন করে সাধু-গুরু, ফকির-দরবেস দের সেবা প্রদান করতে হবে। এই সাধু সেবা ভিক্ষা করে করতে হবে এবং সাধ্য মত সাধুদের সর্বচ্চ  সেবা দিতে হবে। সাধারণত সাধু সেবা ২৪ ঘন্টা ব্যাপী হয়ে থাকে এবং কয়েকটি পর্বে বিভক্ত থাকে। সধু সেবা তে সেবা দেওয়া মুক্ষ হলেও এখানে আর একটি গুরুত্তপূর্ণ বিষয় থাকে তত্ত আলোচনা ও গানের পর্যালোচনা।